ভারতের স্বাধীনতা সংগ্রামে বই, পত্রিকা ও খবরের কাগজের ভূমিকা

Show Important Question


41) প্রাপ্ত তথ্যাদি থেকে জানা যায় যে নীল দর্পন বইটিকে ইংরেজীতে অনুবাদ করার ক্ষেত্রে প্রকৃত ব্যক্তি ছিলেন
A) জেমস লং
B) মধুসূদন দত্ত
C) শিশির কুমার ঘোষ
D) এদের কেউ নয়

42) ‘ভারতীয় নবজাগরণ’ বইটি কে লিখেছিলেন
A) স্বামী বিবেকানন্দ
B) এম.জি.রানাডে
C) সি.এফ.এনড্রস
D) এদের কেউ নয়

43) হিন্দু পেট্রিয়ট পত্রিকা যাহাতে নীল চাষীদের উপর অত্যাচারের অনেক প্রতিবেদন প্রকাশিত হতো তার সম্পাদক কে ছিলেন
A) দীনবন্ধু মিত্র
B) হরিশচন্দ্র মূখার্জী
C) জেমস্ লং
D) এদের কেউ নয়

44) “তওফাক-উল-সুয়াহিদিন” বা “এ গিফট টু মনোথেয়িষ্ট” বইটি কার লেখা
A) রামমোহন রায়
B) আবুল কালাম আজাদ
C) এম.জি রানাডে
D) এদের কেউ নয়

45) The ‘Marhatta’ was published by / মারহাট্টা প্রকাশ করেন—
A) Bal Gangadhar Tilak/ বালগঙ্গাধর তিলক
B) savarkar/ সাভারকর
C) Mahadev Govinda Ranade/ মহাদেব গোবিন্দ রানাডে
D) Deshmukh/ দেশমুখ

46) অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন ?
A) কমন উইল
B) ভারত কথা
C) নবজীবন
D) ইয়ং ইন্ডিয়া

47) দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী কোন পত্রিকাটি প্রকাশ করেছিলেন
A) নবজিভা
B) ভারত গেজেট
C) আফ্রিকান
D) ভারতীয় মতামত

48) নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) হরিশ্চন্র মুখোপাধ্যায়
C) পাদ্রী জেমস লঙ
D) উইলিয়াম কেরি

49) ‘ইন্ডিয়ান সোশিওলজিস্ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) জয়প্রকাশ নারায়ণ
B) শ্যামাজি কৃষ্ণবর্মা
C) অ্যানি বেসান্ত
D) আম্বেদকর

50) “সন্দেশ” পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন
A) সুকুমার রায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
D) কাঙাল হরিনাথ

51) কত খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “আনন্দ মঠ” উপন্যাসটি লিখেছিলেন ?
A) ১৮৫৮
B) ১৮৯২
C) ১৮৮২
D) ১৮৮০

52) 'এসেজ অন গীতা' বইটি কে লিখেছেন ?
A) বঙ্কিমচন্দ্র
B) গান্ধী
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) অরবিন্দ ঘোষ

53) Who among the following founded a national paper, a national school and a national gymnasium in the second half of the nineteenth century ? / নিচের কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ, একটি জাতীয় বিদ্যালয় ও একটি ‘জাতীয় ব্যায়ামাগার’ স্থাপন করেছিলেন ?
A) Jatindranath Tagore/ যতীন্দ্রনাথ ঠাকুর
B) Rajnarayan Bose/ রাজনারায়ণ বোস
C) Nabagopal Mitra/ নবগোপাল মিত্র
D) Satyendranath Tagore/ সত্যেন্দ্রনাথ ঠাকুর

54) Who wrote the article “New Lamps for Old“? / "New Lamps of Old" প্রবন্ধটি কে লিখেছিলেন ?
A) Arabinda Ghosh/ শ্রী অরবিন্দ ঘোষ
B) B.G.Tilak/ বালগঙ্গাধর তিলক
C) S.N. Banerjee/ সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়
D) J. N. Banerjee/ জে.এন. ব্যানার্জি

55) The Times of India was first published in / 'টাইমস অব ইন্ডিয়া' প্রথম প্রকাশিত হয়
A) 1875/ 1875
B) 1861/ 1861
C) 1862/ 1862
D) 1858/ 1858

56) In which year ‘ Vernacular Press Act’ was passed ? / মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় ?
A) 1870/ ১৮৭০
B) 1875/ ১৮৭৫
C) 1878/ ১৮৭৮
D) 1880/ ১৮৮০

57) What was the name of the first Bengali newspaper? / বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?
A) Samachar Darpan/ সমাচার দর্পণ
B) Samvad Kaumudi/ সংবাদ কৌমুদী
C) Samvad Prabhakar/ সংবাদ প্রভাকর
D) Tattvadohini Patrika/ তত্ত্ববোধিনী পত্রিকা

58) Name one book written by Swami Vivekananda / স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম
A) Kathamala/ কথামালা
B) Katha Saritsagar/ কথাসরিৎসাগর
C) Bartaman Bharat/ বর্তমান ভারত
D) A nation in making/ এ নেশন ইন মেকিং

59) Who wrote “Swadhinata hinatay ke banchite chai” ? / ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-কে লিখেছিলেন?
A) Dwijendralal Roy/ দ্বিজেন্দ্রলাল রায়
B) Hemchandra Banerjee/ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
C) Nabin Chandra Sen/ নবীনচন্দ্র সেন
D) Rangalal Banerjee/ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

60) Name one book written by Swami Vivekananda / এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত ?
A) Kathamrita/ কথামৃত
B) Kathamala/ কথামালা
C) Bartaman Bharat/ বর্তমান ভারত
D) A Nation in Making/ এ নেশন ইন মেকিং